শোন পথিক
এ পথে যেওনা তুমি!
বহু কাটাঁ চোরা ঘাসে
অজানা পথের বাঁকে
পথ হারাবে।
এ পথ হবে না শেষ
যেন তা নির্নিমেষ।
পথেরই চোরা বাকেঁ
জীবনের গতি হারে
পতিতার দেখা মেলে
সন্ধ্যার নিরালাতে।
পুরুষের নারী মেলে
বিনিদ্র তৃষ্ণাতে।
জীবনের চটুলতা
প্রতারণা নীচুতা
মনের গহীনে থাকে
অকারণে শুধু হাসে
বিবেক ত্রিশূল কাদেঁ।
তাই বলি হে পথিক
দাড়াও এ মাঝপথে।
নিজেকে পোড়াও তুমি
গ্রীষ্মের দাবদাহে
শরতের আলোতে
বৃষ্টিস্নাত হয়ে
মেঘেদের সুরে তুমি
গেয়ো গান গীতবিতান।
জানি তুমি ফিরবেই
এটাই নিয়তি তোমার
প্রলয়ের সুরে তাই
একে যাই চির পুরাতন স্বপ্ন আমার।