মায়ের কোল আলো করে
পৃথিবীর আলো দেখিনু আমি
অবোধ শিশু বুঝিনি সেদিন
জনম মোর নয়তো দামী।
মায়ের কোমল হৃদয় মাঝে
হয়েছিল এ শিশুর ঠাঁই
মমতার আঁচলে আড়াল করে
জননী মোরে রেখেছিল তাই
বাহিরে যায় পাছে ভেবে
উপহার আপাদমস্তকে
থাকিত না ঘরে শিশুমন
বেরিয়ে যেতাম কৌতুকে।
ছেলেমেয়ে কত করিছে খেলা
দেখিতাম চোখ ভরে
কাটাইয়া লাজ পায়ে পায়ে
যায় পাশে একটু করে।
শিশুগন সবে মারিতে উদ্যোগ
কহে নাই খেলা তোর
নাহি বুঝি সেদিন,কেন?
কিবা দোষ ছিল মোর।
বিনয়ের সাথে করি যে মিনতি
তোমরা আমার হও সখা
করিব খেলা তোমাদের মতো
বাড়িতে যে বড়ই একা।
আগাইয়া আসি কহে সাথিগন
আমরা তো দুই দল
শুনেছি নাকি হিজরে তুই
কোন দলে নিব বল?
শুধায় মাতারে ঘরেতে আসিয়া
কিবা মোর পরিচয়
ছেলে নাকি মেয়ে আমি
জান তুমি নিশ্চয়?
কহে মাতা বুকেতে টানিয়া
সব বাছা তুই আমার
মান আর হুস মানুষ
এই পরিচিতি হোক তোমার।
ডুকরে কাঁদি মায়ের কোলে
মনে মনে শুধু ভাবি
কৌতুক নয় মানুষ ভাবো
এই টুকু মোর দাবী।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika