অবোধ জিঞ্জাসারা সারাক্ষণ খেলে
অবুঝ মোহের মোহনায়, বোকার মতন
না পাওয়া উত্তর খুজেই চলে,
ছেড়ে আসা পথের পাঁচমিশালি
জীবন প্রবাহের নুড়ি গুলিতে দেখি
কোন এক অনুরাগ কথা বলে।
দিনান্তের অন্তিম সূর্য লালিমা
সব ভালোলাগার ভাষা হয়
আত্ম আশ্বাসের কবুতরেরা
চিরায়ত প্রেমের দালানে আসে
আরোও এক সকাল পানে চেয়ে রয়।
রাতের কালো বুকে ঘুমন্ত মন
স্বপ্নকে স্বাগত জানায় অজান্তে
গভীর এক হাসি নিঃশব্দ আকাশে
অগনিত তারার হাসি হয়ে মিশে অনন্তে,
প্রিয়দর্শিনী ফুল সুবাসিত হয়
অচেতন সমুদ্রের বিশাল তটজুড়ে
সারারাত প্রায় জোৎস্না মাখে গায়ে
সুখ ও দুখেরা একসাথেই বেড়ায় উড়ে।