অগো সন্ধ্যাতারা বিকেলের আবছা চাঁদ
গোধুলীর অস্ত যাওয়া সূর্য,
মন আজ নীরবতায় কাতর।
মনের অলিতে গলিতে
শত চোরাঁকাটার নীরব উপস্থিতি,
বটবৃক্ষের ছোট কুটুরির মাঝে মন কারারুদ্ধ।
অগো দখিন হাওয়া প্রানের মুক্তি
ছুঁয়ে যাও প্রান।
এসো নির্ভীক হয়ে যেনো সাহসী বীর তুমি
রূপকথার সেই বীর পুরুষ তুমি
ডাইনির গুহা থেকে যে বাঁচায় রাজকুমারী।
হে মন আজ পরিশ্রান্ত তুমি
চলো লাল নীল ফানুসে ভেসে চলি।