চারিদিকে শুধুই অন্ধকার
আলোর ঠিকানা কোথায় ?
যার জন্য হা-পিত্যেশ করে বসে থাকা
লোহার বাসর ঘরে একা একা।
যেখানে কেউ কোথাও নেই
শুধুই জমাট নিকষ কালো অন্ধকার।
এক ছটাক আলো, শুধুই আলোর জন্য
ছুটে বেড়ানো, চাতক পাখিটির মত।
বেড়ানোই সার, আলোর পথ বন্ধ
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, অন্ধকার অক্টোপাস যত।
তবে, অন্ধকার-ই শেষ নয়
অন্ধকার-ও শেষ হয়।
চক্রবত এই জীবনে, কালের নিয়মে
রাত শেষ হয়ে, আসে নূতন ভোরের আলো।