শরতে ওই সাদা মেঘের ভেলা ভেসেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
শিশির ভেজা মাটিতে শিউলি ঝরেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
কাশের বনে বনে ওই ঢেউ উঠেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
উমার আসার এবার বুঝি সময় হয়েছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
উমা এবার ঘোড়ায় চড়ে আসবে বলেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
আকাশে বাতাসে, পুজোর গন্ধ এসেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
পুজো পুজো গন্ধে সবাই মেতে উঠেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
ঢ্যাম্ কুড়াকুর ঢ্যাম্ কুড়াকুর বাদ্যি বেজেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
শরতে ওই সাদা মেঘের ভেলা ভেসেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।
আকাশে বাতাসে, পুজোর গন্ধ এসেছে
হৃদয়ে আজি তাই দোলা লেগেছে ।।