.
তোর ফোনটা একটু দিবি সুমন ?
কেন রে, কি করবি ?
সোমা বললে, দে না জলদি
কি করি দেখতেই পাবি।
.
পকেট থেকে বের করে
সাদা-কালো ফোন
সোমার হাতে সুমন দিলে
সোমা করলো ফোন।
.
হ্যালো হ্যালো সোমা বলছি
শুনছো কি তুমি ভূবন
বন্ধুর ফোন থেকে কল করছি
বাবা নিয়ে নিয়েছে আমার ফোন।
.
কাল ঠিক সকাল সাতটায়
আমি থাকবো সোদপুরের মোড়ে
তুমি আসলেই তোমার সাথে
চলে যাবো কালি মন্দিরে।
.
মন্দিরেই বিয়ে করে
যাবো তোমার বাড়ি
ফিরবো না আর কখনো
ফিরবো না আর বাপের বাড়ি।
.
কথা শেষ হলে পর
সোমা ফিরিয়ে দিলে ফোন
হতভম্ব হয়ে পাথর
হতচকিত সুমন।
.
চোখে যেন কি পড়লো
বালি হবে বোধহয়
চোখ দুটি যেন ঝাপসা হলো
আনন্দের বারি ধারায়।
.
কত কথা বলার ছিল
বলা হলো না হায়
সুখে থেকো ভালো থেকো
তোমায় শুভকামনা জানাই।।
.
.
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika