পাখি // ডি কে পাল Leave a Comment / তোর থেকে পারিনা ফেরাতে এ দৃষ্টি। / September 7, 2019 September 7, 2019 / By sahitya patrika ইস!পাখি দিস তুই শিস কি যে মিষ্টি; তোর থেকে পারিনা ফেরাতে এ দৃষ্টি। রূপ খানি খুব জানি মায়াময় ছন্দ; চাঁদ যেন নামে ঐ মর্তে দু’দণ্ড। পাখি তোর কণ্ঠে সুরসুধা লুকিয়ে; দিনভর তোর গানে থাকি যেন মুখিয়ে। তন্ময় মন হয় শুনে তোর শিসটি; তুই ছাড়া এই মনে নেই কোন ইষ্টি।