পানক কৌড়ি // রণেশ রায় Leave a Comment / পানক কৌড়ি পান কৌড়ি / July 24, 2019 July 24, 2019 / By sahitya patrika পানক কৌড়ি পান কৌড়ি, চিন্তা তোমার কেন ? পুকুরে আছে বড় কাতলা খেতে পাবে জেনো। বড় কাতলা ভারী বড় ঠোঁট যাবে ফেঁসে, তারপরেতে সেপ্টিক হয়ে কি হয় যে শেষে ! কি করবে তবে? চাকা ছিপ নিয়ে এসো তাকে ধরতে হবে, নয়তো তুমি অন-লাইনে আদেশ দিয়ে দাও ঘরে পৌঁছবে সময়মত মজা করে খাও।