করো কাছে ক্ষমা নেই, ক্ষমা চাওয়া পাপ রে
বেশির ভাগ পাপী হলে কে মাপে সেই পাপ রে?
পাপ শুধু ঘরে নাই, আছে পাপ বাইরে
পাপে পাপে পাপাকার, কোথা পাপ নাইরে?
পাপ আছে কাছে-দূরে , পাপ আছে সুদূরে
পাপ আছে বন জুড়ে, মনে পাপ ঠুকুরে।
লোভে পাপ, পাপে মৃত্যু – খাঁটি যে কথা
পাপের পাহাড় গড়ে দেবতায় মাতা!
পাপ করে তরে যেয়ে যে সাজে সাচ্চা।
তাঁর নামে বিশেষণ :শূয়োরের বাচ্ছা
পাহাড় যেন বাড়ে ক্ষণ ক্ষণ
পাপের শুদ্ধতায় যেন গায় মন।
পাপকে ঘৃণা কর পাপীকে নয়।
পাপের পতন হলে মোক্ষের জয়।
পাপী পাপী বলে – করো না কেউ চিৎকার
পাপ ছাড়া পূণ্য নেই এ জগৎ ফেরফার। ।
পাপ থেকে পূণ্যে যাওয়ার আজ নানা পথ।
শুদ্ধাভক্তি আত্মশুদ্ধি মোক্ষের জগত।।
তাই বলি মন মানুষ দেবতায় কর ভক্তি
পাপ তাপ দূরে যাবে সফলতার পাবে শক্তি।।