আমি একটি ছোট সারমেয়
নিজের মত থাকি, ক্ষতি তো করি না বরং তোমাদের পাড়া পাহারা দিই।
আর তোমরা কালীপুজো দিন আমার লেজে তারাবাতি আটকে দিলে, এর আগে রং খেলার দিন আমায় বাজে ভাবে রং মাখিয়েছিলে,মাঝেমাঝে
অকারণে লাঠি দিয়ে খোঁচাও আমায় বা আমাদের।
মাঝে মাঝে অন্য প্রাণীদের সাথে অকারণ নির্মম ব্যবহার করো তোমরা।
আর কখনও কখনও তো দেখি তোমরা নিজেদের বয়স্ক মা বাবার প্রতি কী ভয়ানক নির্মম, নির্মম শিশুদের প্রতিও।
অথচ আমরা দেখ, ফেলে যাওয়া পরিত্যক্ত শিশুদের ও পাহারা দিয়ে বাঁচিয়ে রাখি।
সবার কথা না, কিছু মানুষকে নিয়ে আমার এই অভিযোগ মালা।
আচ্ছা, তোমাদের অভিধানে মানবিক আর পাশবিক বলে দুটো শব্দ আছে না?
শব্দ দুটো মানে মাঝে মধ্যে উল্টে পাল্টে যায় না কি?