
আগে কি সুন্দর দিন কাটাইতাম
রকে বসে কত যে আড্ডা দিতাম।
গ্রামের মানুষজন, আত্মীয়-পরিজন
সকাল-সন্ধ্যায় কত গল্পে মাততাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম
রকে বসে কত যে আড্ডা দিতাম।
এখন তো ফোনের যুগ
ফোনেতেই সর্ব সুখ
“আড্ডা” কি জিনিস,
সবাই ভুলেই গেলাম।
আড্ডা যে প্রাণের সুখ
আড্ডা যে মনের সুখ
আড্ডা যে বাঙালীর, ছিল পরিচয়।
সেই আড্ডা আজ হারিয়ে ফেললাম
সেই আড্ডা আর ফিরে না পেলাম।
লোকে আড্ডাবাজ বলতো
রকবাজ বলতো
আমরা সেটার থোড়াই কেয়ার করতাম
মানুষের বিপদে পাশে আমরাই থাকতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম
রকে বসে কত যে আড্ডা দিতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম।।