আমি জুতো
গরীব চামার পিতা বেচেছে তোমায়,
এখন তোমার ক্রীতদাস।
স্থান দিয়েছ পায়ের তলায়।
তবুও ভীষণ ভালোবাসি তোমায়।
পথের কাঁটা নিজে বিঁধে,
তপ্ত বালুকারাশির উষ্ণতা গায়ে মেখে
তোমায় শীতল রাখি।
প্রতিটা পদক্ষেপের সাথী হলেও
পদপৃষ্ঠ করে বাড়ী ফিরে
ছুড়ে ফেলে প্রবেশ তোমার অন্দরমহলে।
আমি বাহিরে পড়ে অবহেলায়।
তোমার ক্রোধের ঝাল মেটাতে
পেটাও আমাকে দিয়ে।
তোমরা মানবজাতী স্বভাবদোষে
উপকারীর কর সর্বনাশ।
এটাই কি প্রতিদান?