আমি বসে আছি জানালার ধারে.. কালো মেঘে ঢেকেছে আকাশ…ভিজে যায় পথ, ঘাট,খাল,বিল, টিপটিপ বৃষ্টিধারায়..
আমার দৃষ্টি ছোটে দূর থেকে দূরে…..
চেয়ে দেখি বিদ্যুতের তারে বসে আছে একটি পাখি….ভাবছে একাকী….
হয়তো বসে আছে কারুর অপেক্ষায়..
কিন্তু কেন??তা ওই জানে ….
আমার প্রতিটি মুহূর্ত কাটে সময়ের অপেক্ষায়..
আমি জানি তা..কিন্তু সে কি থাকে আমার অপেক্ষায়…জানি না। ও পাখি বলে দাওনা আমায়..!!!!!!