এখন শুধু তোমার ইশারায় অপেক্ষায়-
তোমাকে ঘিরেই তো আমার সমস্ত কল্পনা।
সমস্ত কিছু তোমার চরণে রেখে হবো নিঃশর্ত নিঃশেষ।
আর কিছুই চাইবো না-
সমস্ত কিছু উজাড় করে দিয়ে
মিশে যাব তোমার মাধুর্য্যে।
শুধু অপলক চেয়ে থাকা-
এ যেন নিজেকেই নিজে আস্বাদন।
এখন শুধু প্রতীক্ষা
তোমার ইশারার।
প্রগাঢ় আলিঙ্গনের স্পর্শ প্রতিটি মুহূর্তে
অর্ধনারীশ্বরের কল্পনায়।
এখন শুধু প্রতীক্ষা
কল্প থেকে কল্পে
জন্ম থেকে জন্মান্তরে-
শুধু তোমার ইশারার।
-কমল পাল