অনেক দিন পরে আবার আলাপ
ছেঁদো কথার মাঝে কেজো কথার অভাব।
ঢুলু ঢুলু চোখে তাকাই আবার তোমার দিকে
সেদিনের সেই স্বপ্ন গুলো আজ যে বড় ফিকে
অনেক ভেবে পাই না পার, কলপ তোমার চুলে
মাথা ভরা টাক যে আমার ফেলেছে মুসকিলে
অনেক ভেবে কাছে এসে অনেক খোঁজার পরে
বাম গালেতে জরুল আমার চেনায় তোমারে।
ষোড়শীর মতো হাততালি দিয়ে বললে, হরিদা
তোমার জন্যে হয়ে হন্যে তোমার ফরিদা—
আজও তাকাই পথের পানে জানি না যে মানে
প্রথম কদম ফুলের বাহার আমায় পিছু টানে।
মনের ঘরে কুলুপ দিয়ে অন্য কিছু ভাবি
ভাববো কি ছাই মন মুলুকে নেই কো কিছু দাবি।
বাপের দেখা সব ছেলেকে নাকচ করার দিন
দিনে দিনে ফুরিয়ে গেল হলাম পরাধীন।
দোজ বরে একছেলের সাথে আমার হল নিকে
স্বপ্নগুলো হাঁপিয়ে মল আমার চারিদিকে।।
মনের সাথে লড়াই করার ফুরিয়ে এল তেজ
তিন তালাকে জব্দ আমি – খোদা হাফেজ।