দু’হাতে কাঁকন,অঙ্গ মাখা রুপে
কাঁদে মনবন, চমকে অপরুপে।।
যেন ভালবাসি, বাঁকা ঠোটে হাসি
দুষ্ট হাওয়া আসি, ঘুমটা সরায় কাশি
নিলাজ নিলোভে গোলাপে।।
আঁকা বাঁকা পথে, ডাগর চোখেতে
শিমুল ফোটা দৃষ্টিতে, যৌবন জোয়ারেতে
আঁধার আলো প্রদীপে।।
বারেক ফিরে ফিরে, মন হরিণীরে
সুপ্ত কামনারে, কেমনে বাঁধে তারে
ভাবে সাথি করে প্রবল প্রতাপে।।
.
.
.