এমন একটা ঝড় উঠুক
এই শেষ বেলায়
যেন উপলব্ধি করতে পারি,
বেঁচে আছি এই ধরণীর ধুলায়।
প্রতিক্ষণ প্রতিবার
একই ছন্দে কেটে যায় দিনরাত
ঘুরে ফিরে সবই এক,
চাঁদ-জ্যোৎস্না কিম্বা নতুনপ্রভাত।
এমন একটা মেঘ করুক,
সাথে গুরু গম্ভীর নাদ
যেন ধ্যানমগ্ন বসুন্ধরাও
হয়ে ওঠে প্রচন্ড উন্মাদ।
চারিদিকের এই মরু-শুষ্কতা
যেন সহ্য হচ্ছে না আর
মেঘ ভাঙা জলে ভেসে যাক
চাতকের হাহাকার।
এমন একটা মহাপ্রলয় আসুক,
সাথে শৈত্যপ্রবাহ
তুষারপাতে সব জমে
নিশ্চিহ্ন হয়ে যাক আবহ।
ঝরুক প্রবল অগ্নিবাণ,
পুড়ে যাক সকল স্বপন
বাঁধন জ্বলে মুছে যাক,
কে পর কে আপন।
তারপর নাহয় সিঞ্চিত হোক্,
শান্তিবারি অকাতরে
নতুন করে সৃষ্টি হোক জয়যাত্রা
এই অবনী পরে।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika