“শিক্ষক মশাইদের প্রণাম করবি রোজ” –
মনে আছে মা কথাটা বলতেন প্রায়ই…
পায়ের ধূলো নিলে, আশীর্বাদে নাকি অনেক বড় হওয়া যায়।
কিন্তু আজ যে শুধু পা নয়,
মাথা থেকে পা পর্যন্ত ধূলি ধূসরিত যাদের,
তাদের পায়ের ধূলো নিলেও কি বড় হওয়া যায় মা ?
“শিক্ষিকারা মাতৃসমা..”
মনে পড়ছে, ছোটবেলায় বড়মা বলে ডাকতাম, আর বড়দিমনি গাল টিপে আদর করে একটা লজেন্স দিয়ে বলতেন- ” বড় হও বাবা, মানুষ হও…”
সেই মায়েরা দেখি আজ হারায় মাতৃত্ব,
দেখি নষ্ট ভ্রূণ, জীবন খোঁজে কান্নায়,
ওনাদেরও কি তবে মা বলা যায়?
“পড়াশুনা করে যে, গাড়িঘোড়া চড়ে সে.. “
আজ যে তবে দেখি, পড়াশুনা বসে ফুটপাথে…
রাতের অন্ধকার কাটে না শিক্ষার আলোয়..
তবে কি আজ শিক্ষিত হলাম ?
তবে কি বড় হতে পারলাম আজও ?