গর্ভবতী রমনীটি ভোর জাগাতে শুরু করলে পাড়ার হাঁসগুলি
বেরিয়ে পড়ে – জখমরাতের সান্ত্বনা থেকে ঝরা বকুলের তীক্ষ্ণতায় –
সূর্য নিজেকে ভেঙে চুরমার করতে দাঁড়ায় পুকুরের পাড়ে
কেননা ঘোড়াপোকারা প্রাতঃসাঁতারে নতুনপাতা ও ফুলের জন্য
লিখতে সুরু করেছে সুচেতনা যুবতিটি জলের ভেতর থেকে আরও
এক অমরতায় তুলে নেয় ধানফুল – তখনও শুকতারা বাতাস –
তখনও কুয়াশা কাটাতে পারেনি চোখ
ধানফুল ওড়ার দৃশ্যে চাষিটি বিছানা ছেড়ে রংধনু , কত কী জমা রাখছে
মাঠের পেলবতায় ; ভাসে এক উতলা সুর : বীজের গভীর –