প্রাপ্তি

প্রাপ্তি
মহীতোষ গায়েন
আবার এক পশলা বৃষ্টি হোক
ভিজুক মন-বৃক্ষ-লতাপাতা,
বহুদিন পাইনি খুঁজে
কবিতা লেখার খাতা।

মানুষ বড় ছলনাময়ী,
নিজেই ভাঙে সুখ,
সব ছন্দ খুন হয়ে যায়
হারায় আপন চেনা মুখ।

তবু নদী বইছে দেখ
পা ছুঁয়ে যায় ঢেউ,
সাঁঝেরবেলা প্রদীপ জ্বেলে
আসে ভালোবাসার কেউ।

খুঁজে পেলাম হারানো খাতা
হারানো মুক্ত জীবন সুর,
ভাতের থালায়,মনের থালায়
হোক সবার দুঃখ কষ্ট দূর।
———
কলকাতা -১৩১

মহীতোষ গায়েন

Leave a Reply