চারিদিকে চারিদিকে
শুধু একটা শোকের চাদর,
শোকের চাদরের তলায় ঢাকা যাচ্ছে সব
স্বপ্ন দেখার পর ছন্নছাড়া জীবনের প্রয়োজনে
কর্মশীল রাজপথ, হাজার তিরের ফলায়
রক্তাক্ত যাপন বেলায় বড়ো বেশী চাপা অবসাদ,
সুখী করার অদম্য বাসনায় ভষ্মীভূত হই বারংবার,
হায়!
কোথা খুঁজে পাবো নীল ফুল কোথা রাখি ভালোবাসা, দগ্ধ হই শুধু খান্ডব বনের ভেতর .কোন পাপে কেনো জানি ক্ষয় শুধু ক্ষয়,
পাপ পুণ্য ধর্ম বোধ অচল,বিরল মানবিকতা…
একটা স্বপ্ন শুধু হাতে তুলে নাও উল্টে পাল্টে দেখি,স্বপ্নের ভেতর কোন বাস্তবতা আছে কিনা
পরখ করি আরো কত খর্বতার পর আরো কত দীর্ঘ চলার পর একটা রাস্তা হবে স্থির ,জানিনা
হাঁটতে হাঁটতে ঠিক ভালোবাসায়
কবে আর পৌঁছোবো !