তুমি আসবে বলে সেই সকাল থেকে পথ চেয়ে বসে আছি। ভোর থেকেই আকাশের আজ মুখটা ভার। ঠান্ডা হাওয়ায়কে দিয়ে বার্তা পাঠালে আসছো তুমি। অপেক্ষায় থাকতে থাকতে দুপুর গড়ালো । ভাবলাম আজ আর এল না বুঝি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হ‘ল ,উঠোনে বসে একা আমি। কিছুটা অন্যমনস্ক ছিলাম হয়তো তোমার কথাই ভাবছিলাম । হঠাৎ এসে ভিজালে আমায়। তোমার ছোঁয়ায় স্নিগ্ধ হলাম। এমনি করেই ভিজিও আমায় সারা জীবন ধরে।