প্রেমের কাছে কোনো প্রশ্ন চলে না-
এ শুধু প্রেমহীন ন্যাকামী
শিক্ষা, বিত্ত,বয়স, মানসন্মান এর কাছে মূল্যহীন।
শ্বেত চন্দন সুগন্ধে ভরিয়ে তোলে
সকলকেই-
করে কী প্রশ্ন
কিংবা মৃত্যু?
প্রেম মৃত্যুরই সমান
তাই চন্ডীদাস রজকিনী,
জয়দেব পদ্মাবতীর
প্রেম অমর-
মৃত্যুর মতো।।