ভালোবাসলেই যে পাওয়া যাবে
তার তো কোন নেই মানে।
শুরু হয় আবেগ দিয়ে
কিন্তু পরিনতি টা কি কেউ আগে জানে!!
প্রেমের নেশা বড়ো নেশা
ছেলে মেয়ে ভুলে যাই নিজের আসল পেশা।
কেউ করে খেলাচ্ছলে
কেউ করে কলে কৌশলে।
সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা হতে চাই কেউ
বিধাতার খেলায় একদিন হেরে যায় সেও।
কাউকে আপন করতে গিয়ে
পাগল হয় শুধুই দুঃখ নিয়ে।
জিতে যায় তারা
হালকা ভাবে নেয় যারা।
প্রভু এ তোমার কেমন বিচার
প্রেমের জন্য কেন এতো হাহাকার!!