
আমি একজন কামচোর,
আমি পারলেই ফাঁকি দিই।
সবাই যখন মন দিয়ে কাজ করে
আমি তখন ফোনে খোশগল্প করি।
কেউ যখন জিজ্ঞেস করে
বলি অফিসের কাজই করছি।
জরুরি মিটিংয়ে বসে ঢুলি
কেউ কিছু বললে বলি
সারারাত হাসপাতালে জেগেছি
পাশের বাড়ির দাদা ভর্তি
কি আর করি,
কেউ ডাকলে না করতে পারিনা।
অফিসের পার্টিতে খাই দুবার
পারলে আরও প্যাকেট করি সাবার।
হাজিরা খাতায় ইচ্ছে করে ভুলি সই
ভুলেই গিয়েছিলাম সই করতে ভাই।
কাজের সময় ফোনের ভিতরে
রাজা উজির মারি অকাতরে।
নিজের মারি ফাঁকি, অন্যকেও
উৎসাহ দিই। যতই খাটো ভাই
মাইনে বাড়বে না, আর কমবে না আমার মতো ফাঁকি দিলেও।