নীল সাদা বাড়িটার গায়ে তুলো ওড়ে
নীল সাদা বাড়িটার গায়ে পালক ওড়ে
গন্ধ আসে উম্মাদ করা বিষের বাতাস
কেউ আর সূর্যোদয়ের শষ্য বানায় না
শুধু কাঁচা কান্নার গায়ে বিস্ফারিত রাত
তার নিচে মৃত্যুর সম্পর্করা একটা পরিখা তৈরি করে –
ওগো রঙের মহিমা, জান না এই দেশটা মাংসাশি
বাদুড়ের শিরা-উপশিরায় খনিজ আতশ কাচের উপর দিয়ে
নির্বিকার দীর্ঘতম মুখ, সেই দিকে তাকিয়েছে নির্ভরতা
এমন ফাঁদটি খরাতপ্ত মথবনে শুয়ে আছে নিজের বিড়াল শব্দ নিয়ে –