ফেসবুক ফ্রেন্ড হত যদি
আকাশের ঐ রবি,
চ্যাটিং করে কহে দিতাম
রোদটা কম দিবি।
মেঘবালিকা থাকতো যদি
আমার ফ্রেন্ড লিষ্টে,
ম্যাসেজ করে বলে দিতাম
বৃষ্টি পাঠাও ভূপৃষ্ঠে।
অনলাইনে থাকতো যদি
কালবৈশাখীর ঝড়,
সোজাসুজি বলে দিতাম
অন্য কোথাও পড়।
বর্ষা যদি বন্ধু হত
কহে দিতাম তারে,
বুঝেসুঝে বৃষ্টি দিবি
বন্যা দিবি নারে।
জলটা দিবি সোজাসুজি
দিস না যেন বাজ
তুই তো জানিস বজ্রপাতে
নেই আমাদের কাজ
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি
যদি অ্যাকসেপ্ট হয়,
রোদ বৃষ্টি ঝোড়ো হাওয়ার
থাকবে না আর ভয়।