ভাবছি বয়েসটাকে বলব– থামো না আর কিছুদিন
শৈশব, যৌবন তো পেরিয়ে এলাম
বরফঠান্ডা, রোদসূর্য পেরিয়ে এখন চিৎকার শুনছি শুধু
পেয়ালায় চা-কফি আনছে কাজের ঝি
ফুরসত নেই মুঠোফোনের আব্দারে বেখেয়ালি হই কিছুক্ষণ
তখন ই, ঘুলঘুলি দিয়ে অভিমানী শারদীয়া আসছে
ডাকছে নতুন পোশাক কেনার জন্য
তুমিই বলো—
এসব কি আর ভালো লাগে?
ইমেজের সামান্য নির্যাস টুকুও যে
কচিকাঁচারা কেড়ে নিয়েছে
তুমি- তোমরা ভালো থেকো
ঠোঁটে রঙ্ মেখে বাইরে দেখো তো
এই শহরটাকে চিনতে পারো কিনা !!!