বর্ষা // পলাশ পুরকাইত Leave a Comment / বর্ষা রাণী মান্ করেছেন ! / July 13, 2019 July 13, 2019 / By sahitya patrika বর্ষা রাণী মান্ করেছেন ! যাব না যা, তোদের বাড়ি । রাণী মা, আর কবে আসবেন, চাষের যে আর, নেই কো দেরি। এদিকে যুবরাজ শরৎ আসতে চাইছেন কিভাবে তাকে বারণ করি ? আপনি যদি আর, না আসেন শরৎ কে দেখেই, অনাহারে মরি।।