বৃষ্টি এই বর্ষা
কালো না ফর্সা
আকাশে তাকিয়ে
সেই মেঘটা ভরসা।
গোধূলি সন্ধ্যা
খোলা বারান্দা
বৃষ্টি ফোটা গল্প কথা।
মিষ্টি গন্ধ মাটিতে আনন্দ
ফুলের আভা মিশিয়ে নেওয়া।
তুমি খেলবে দাবা
আমি বড্ড বোকা
আসছে কাছে কারণ রাস্তা ফাঁকা।
বৃষ্টি এই বর্ষা
সবটাই তোর না!
কিছুটা আমারও
সেই কারনিশে জল পড়া।
তুই হাঁটতে বেরিয়ে
ধরতে চাস না
আমিও সেকেলে
পুরোনো প্রেম ভুলতে পারি না।
তাই বৃষ্টি দেখে আবেগ,
গোলমাল মিষ্টি ডাকছে মেঘ।
শুধুই তোর আঙুল চোর
শুধুই তোর গল্পের বই
ভিজিয়ে দেবে,
বৃষ্টি আমার সই।