ধরো…..
আমি তোমাকে বললাম চলো আমার সাথে,
তুমি যাবে নাকি জিজ্ঞেস করবে কোথায় ?
যদি বলি জানিনা, শুধু তুমি চলো,
তুমি যাবে নাকি বলবে পাগল হয়ে গেছো ?
ধরো….
তুমি আমাকে কোথাও দেখতে পেয়েছো,
তুমি কি আমাকে ডাকবে নাকি চলে যাবে ?
যদি অন্য কারো সাথে দেখো,
তুমি কি কাছে গিয়ে জানতে চাইবে “কে এটা” ?
নাকি হাত ধরে টেনে বলবে “বাড়ি চলো তোমার খবর আছে” ?
ধরো….
আমি বললাম “ভালোবাসি তোমাকে”,
তুমি কি লজ্জায় মুখ লুকাবে ?
নাকি আমার মতো নির্লজ্জ হয়ে বলবে”আমিও ভালোবাসি তোমাকে” ?
ঠিক আছে…বলতে হবেনা ভালোবাসি,
শুধু সঙ্গে থেকো পথের পথিক হয়ে,
শুধু সঙ্গে থেকো হৃদয়ের বণিক হয়ে,
শুধু পাশে থেকো হয়ে আমার ছায়া,
শুধু কাছে থেকো,রেখো একটু মায়া,
তোমাকে বলতে হবেনা ভালোবাসি
শুধু রেখো তোমার টোল পড়া গালে হাসি,
শুধু থেকো তুমি হয়ে আমার গৃহবাসী ।