
আমার সকালটা জাগে
ফোনে তোমার সুপ্রভাত শুনে,
সকাল সকাল তোমার মুখটা দেখবো বলে
ব্যালকনিতে আসার জন্য ছটপটানি শুরু হয় মনে ।
দুজন দু’দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে
কোনো শব্দ না করে সব কথা বলা হয় ,
তারপরেও কি তোমায় বলতে হবে অনেক ভালোবাসি ?
ব্যস্ত দুপুরে সময় করে তোমাকে ফোন করা,
খেয়েছো কিনা সময়মতো- জেনে নেওয়া,
অফিসের কাজে ফাঁকি দিয়ে
ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করা….
এতসবের পরেও কি তোমায় বলতে হবে অনেক ভালোবাসি ?
বিকেলের মিষ্টি হওয়ায়
হাতে হাত রেখে কয়েক পা চলা,
ক্লান্ত হয়ে পার্কে বসে ঘাড়ের উপর মাথা রেখে
সূর্যাস্তের দৃশ্য দেখা,
সন্ধ্যের সময় ফেরার পথে
তোমার গালে আমার ঠোঁটের উষ্ণ পরশ দেওয়া….
তারপরেও কি তোমায় বলতে হবে অনেক ভালোবাসি ?
রাতটা না হয় থাক এভাবে
ভালোবাসাটা থাক না হয় না বলার স্বভাবে,
সম্পর্কটা যখন গভীর এত
ভালোবাসাটা থাকনা না বলা নিজের মতো ।