বসন্তপ্রেম

বসন্তপ্রেম
মহীতোষ গায়েন

আজও রঙহীন সারাদিন ভরে,
হৃদয়ে তবুও বসন্ত খেলা করে।
কালকে হোলিতে আনন্দে যখন
সবাই থাকবে মাতোয়ারা,
একলা হৃদয়ে কেউ না আসুক
বসন্তপ্রেম হবেই নিভৃতে দিশেহারা।

মহীতোষ গায়েন

Leave a Reply