রণদামামা বাজিয়ে ওই
জাগছে বুঝি আঁধার কালো,
মন খারাপের সময়গুলো
ওই বুঝি আজ মুখ লুকালো।
অনেক ঝড়েও যায় নি ঝরে
শক্তপোক্ত ওই যে ফুল,
কুঁড়ি হতে ফুলটি হতে
ছিল ওরা খুবই ব্যাকুল।
অকুলেরা কুল পাবে যে
তাই তো দেখি রঙিন ঊষা,
নড়ে চড়ে উঠল জোড়ে
মেটাতে কিছু প্রত্যাশা।
সুখী হোক আজ দুঃখী যারা,
পায় যেন খেতে সর্বহারা–
সব পাওয়ার ই মাঝে তবু
বাঁচুক কিছু ছন্নছাড়া।।
ছন্নমতি আছে যাদের
চায় যে শুধু পরের ক্ষতি,
শুভঙ্করীর অঙ্ক জেনে
ডাকছে শুধু দশের ক্ষতি।
তারা সবাই মুখ লুকাবে
সেই ভোরের শিশির স্নানে
সবার ভাল চায় যে জনা
সেই তো বোঝে বাঁচার মানে।।