কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#তাকে_দেখিনা_#
একদিন যার বুকে তার নাম লিখেছিলাম
তাকে এখন আর একেবারেই দেখিনা
চোখের সামনে সেই অরণ্যেকে দেখি, বৃক্ষকে দেখি,
সে হেলছে-দুলছে আওলা বাতাসে ডানা নাড়ছে
শ্রদ্ধায় মাথা নত করছে মৃত্তিকায় ——
অথচ তাকে দেখি স্মৃতিতে, অরণ্যে মাঝে দেখিনা।
সময়ের প্রবাহধারা লিখে রাখে নদীতে।
নদীরা সরলরেখায় বয়ে যায় কখনো বক্ররেখায়,
কবিতায় সবি বোঝা যায়,বোঝা যায়না বাতাস
কতটুকু স্রোতে সে বাঁক নেয় জীবন স্রোতে অজানায়——
শুধু দুকূল বেয়ে পাহাড় পর্বত শস্য-ক্ষেত পাহারা দেয়
কালের সাক্ষী থেকে মহাকালে।
এই নিরুদ্দেশ হওয়ার কোন সাক্ষী দেখিনা তার
দেখি বরষার নাচনে পাহাড়ের ঢাল বেয়ে জল-প্রপাত
গড়িয়ে পড়ার বেগবান দৃশ্য কখনো শেষ হয়না যেন
নিরবধি বয়ে যায় আমি দেখি পালতোলা নৌকার বৈঠা
শতাব্দীর নুয়ে পড়া ইন্জিন নদীর বুকে আকাশের মত।
আমি দেখি বুকে আমার অজস্র ছবির জলের রং
দিয়ে শূণ্য ক্যানভাসে কেবল দিনের ধারাপাতে আঁকছে।
প্রদীপ ভট্টাচার্য