ভাষার সাম্রাজ্যে ওড়ে দৃপ্ত পতাকারা
তৈমুর খান
আমার কান্নার শব্দ, আমার মর্মরিত প্রেম
সমূহ শ্রদ্ধার গান, চেতনার নব উত্থান
সব লিখে রাখি
সব বেদনার পরাভব, অজর অক্ষর
নীলাভ আকাশ আর নিরুচ্চার অভিমান
বিশ্বাস আর বিস্ময়, কাঙ্ক্ষিত মুক্তির সোপান
দূরদৃষ্টি জেগে ওঠা দুর্বার কাছে
নিজেকে পাঠাই আমি নিরন্তর মুখর আলোকে
এই নাও ফেব্রুয়ারি,সোনালি সকাল
বিনম্র মহিমার
একটি সুচারু ত্যাগ, উষ্ণ উল্লাস
প্রাচুর্যের অন্তহীন ব্যাপ্ত ক্রিয়ায়
মগ্ন যাপনের দিন ফিরুক আবার
রক্তে পা ভিজে যায়, তবু দাঁড়ায় ভাষা
ভাষার সাম্রাজ্যে ওড়ে দৃপ্ত পতাকারা
স্নিগ্ধ তরবারি হাতে ভাষার যুবক যুবতীরা
ঘোষণা করে জয়