ফ্ল্যাট বাড়ির দিদিমণি,
বিদ্রুপের পাত্রী ভারী।
চালচলনে বাঙালিয়ানা ।
বিদ্রুপের পাত্রী ভারী।
চালচলনে বাঙালিয়ানা ।
মেয়ে ধ্যাড়ধ্যাড়ে বাংলা পড়ে।
পড়শি রা করে কানাকানি-
পড়শি রা করে কানাকানি-
পুরনো বান্ধবীদের মতে
সেই এক রয়েছে তমালিকা
সেই এক রয়েছে তমালিকা
নিজের হাতে
মেয়ের ভবিষ্যত করছে অন্ধকার।
কম্পিটিশন এর যুগে-
শেষে কিনা বাংলা?সেটাও সরকারি?
মেয়ের ভবিষ্যত করছে অন্ধকার।
কম্পিটিশন এর যুগে-
শেষে কিনা বাংলা?সেটাও সরকারি?
অস্থির তমালিকা
ক্লান্ত দেহখানি বিছানায় এলিয়ে ধরে।
ক্লান্ত দেহখানি বিছানায় এলিয়ে ধরে।
স্বপ্নে নিজের ভুল খোঁজে
উত্তর আসে ইসরো থেকে
“তামিল আমার মাতৃভাষা,
উত্তর আসে ইসরো থেকে
“তামিল আমার মাতৃভাষা,
ছোটবেলায় আমগাছের ডগায় বসে দেখেছি চাঁদ।
পড়াশুনা সরকারি তামিল স্কুলে।
পড়াশুনা সরকারি তামিল স্কুলে।
চালচলনে ছিল দারিদ্র্যতা।
এখন হাতের মুঠোয় চাঁদ আমার”
ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে তমালিকা
এখন হাতের মুঠোয় চাঁদ আমার”
ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে তমালিকা
কে. সি ভে ন???
জানলার ফাঁকে পরিস্কার আকাশ।
তমালিকার অস্থিরতা নেই আর,
পুরোপুরি দ্বিধা মুক্ত।
মেয়ে বাংলা শব্দার্থ পড়ে
শশী মানে চাঁদ।
জানলার ফাঁকে পরিস্কার আকাশ।
তমালিকার অস্থিরতা নেই আর,
পুরোপুরি দ্বিধা মুক্ত।
মেয়ে বাংলা শব্দার্থ পড়ে
শশী মানে চাঁদ।