কি যেন তুমি বলছিলে সেদিন
আমার কাছেতে এসে।
সব কি তার হয় নি পাওয়া
আছে বাকি কিছু যে
সব পাওয়া তো যায় না
জের থাকে তার ঢের
মনের কোনে জাল বোনে
বাসনা কতরকমের।
দিব্যি খেয়ে বেশ আয়েশে
কমেনা তবু আশা
একটা মিটলে আর একটা
আশে সুক্ষ্মদেহী আশা।
আশার ছলনে ভবি না ভুলিলে
হত না মহাভারত।
মিথ্যা না মজালে মহাজনের
জমত না আড়ৎ।
পৎ পৎ করে উড়তো না
মিথ্যার পতাকা আকাশে
সৎ লোকগূলির মুখগুলি
হত না এমন ফ্যাকাশে।
মিছে আনাগোনা মিছে জানা
মিছে মিছে এই শোক।
জাহান্নামের ডুলিতে কে চায় ঝুলিতে
কে হতে চায় বীতশোক।
মরণের পানে কি কাজ টানে
বৈভবে নেয়া শির।
শিড় শিড় করে দাঁতের গোঁড়া
তবু আমিষে এত ভীর।
ছেড়ে জমি জমা তার পানে
চাই বলো আর কবে?
শেষের সেদিন ভয়ঙ্কর
জেনে বাকি কথা হবে