.
রাত্রে ছিল কিছু কাজ
তাই দেরি হয়েছিল ফিরতে বাড়ি
আবহাওয়া দফতরের খবর ছিল
রাত্রি দশটা পেরলে আসবে কালবৈশাখি।
তবে কে আর জানতো মিলে জাবে খবর
বৃষ্টি নেমে যাবে এত জোর!
নিজের বাইক নিয়ে বিন্দু বিন্দু বৃষ্টি হতে
বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
হঠাৎ করেই মুশল ধারে বৃষ্টি
আমি কোথাও দাড়াতা যাবো কি!
মনে হলো আজ একটু ভিজেই নি।
রাস্তাটা খুব কাছে নয়
ক্রমশ ফোটা গুলো ফুটছে গায়ে,
আর মনে হচ্ছে একশো কিলোমিটার
দূর থেকে লুকিয়ে লুকিয়ে
দুষ্টুমি করছিস তুই আমার সাথে ।
কেমন যেনো হঠাৎ একরাশ কল্পনা
মনে কিশোর কুমারের পুরোনো টেপরেকর্ডারটা
সেই বিশেষ বৃষ্টি সন্ধ্যার লাইন নিয়ে বেজে ওঠা।
আর মনে হচ্ছে তুই যেনো আমার পাগলামি
ওই সামনে থেকে দেখতে পাচ্ছিস,
আর আমি নিজেকে শুধুই প্রমাণ করে চলেছি।
অন্ধকার রাস্তা কথোও কেউ নেই
আমি গুণ গুন করতে লাগলাম
ওই ভালোবাসার সেই গান
রাস্তা যেনো ইচ্ছে করেই একটু দূরে হয়ে গেলো
আমি তোকে ভাবতে ভাবতে শুধুই এলোমেলো
আর অবশেষে বাড়ি চলে এলো।
আমাদের মতোন প্রেমিকের
এটুকুই যে অনেক সাধনার পাওয়া।