মানুষটা মরে গিয়ে বেঁচে গেলো ;
#
যে বেঁচে থেকেও মরে থাকে পরিবারের কাছে ,
সমাজের কাছে ,
তার মৃত্যুটাও কোনো প্রভাব ফেলেনা
সময়ের ধারাপাতে ;
#
একটু একটু করে বদলে যাচ্ছে গানের স্বরলিপি
অব্যাক্ত অভিমান ;
কেবল , সন্তানহারা মায়ের বুকফাটা কান্না ,
ভিজে থাকা দুচোখ ….
#
সুন্দর মনের মানুষটা এখন
তাল তাল রক্তের মাঝে পড়ে থাকা
এক মৃতদেহ মাত্র ;
#
একটা সকাল একটা মৃতদেহ ;
একটা সকাল একটা বাতিল হয়ে যাওয়া মানুষ ;
মানুষ নয় , মানুষ নয় , মানুষের মতো মনে হয় ,
মনে করে ….
#
যে মানুষটা মাটির প্রতিমা গড়ত ;
যে মানুষটা আতস বাজির রঙের খেলা
দেখাতে পারতো আকাশের বুকে ;
যে মানুষটা যাত্রাদলের সঙ্গে ছিল ;
সে মানুষটা আজ বাতিল পরিবারের কাছে ,
সমাজের কাছে ,
এমন কি , নিজের কাছেও ;
#
বাতিল হতে হতে , হতে হতে একদিন বাতিল করে দিল
নিজের জীবনটাকেও ।।