বাবা কে নিয়ে লিখি এত
শব্দ নেই পৃথিবীর কোনো অভিধানে|
বাবা তো এক অতল সীমাহীন ভালবাসার নাম|
বাবা মানে শান্ত স্নিগ্ধ ছায়া দেওয়া এক
বিশাল বৃক্ষ,যার ছায়াতলে আমরা শান্তিতে
জীবন কাটাই| ঝড় ,ঝঞ্ঝা প্রখর তাপ
বৃষ্টি র জল সবকিছু মাথায় নিয়ে বিরামহীন
ভাবে আমাদের ছত্রতলে রাখেন তিনি|
তাঁর হাত ধরে সেই ছোট্টবেলায় চলা শেখা
তাঁর বলা কথা থেকে বুলি শেখা|
বাবাই আমাদের ভগবান,বাবাই গুরু,বাবাই বন্ধু|
জীবনের ভুল শুধরে দিয়ে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে ,সফলতার দ্বারপ্রান্তে যিনি পৌঁছে দেন তিনিই তো বাবা|
বাবার ঋণ যায় না কোনদিন শোধ করা|
শুধু বলবো বাবাকে দিও না কোনো কষ্ট|
বাবাকে শ্রদ্ধা আর ভালবাসায় ভরিয়ে যেন
রাখতে পারি সদা আমরা সবাই এই
টুকুই প্রার্থনা