সময়ের প্রবাহে
সাম্যের দাবিতে
বাল্যের বেলা শেষে
কৈশরের আগমন।
কলি ফোটে জীবনের কাননে,
কৈশোরের নাও বেয়ে
পৌঁছে যাই যৌবনের খেয়া ঘাটে,
সাম্যের তনয়া ইশারায় ডাকে
তার চোখের নজরে
বার্তা ভেসে আসে,
স্নায়ুর জগৎ হয়ে
বেঁধে এসে আমার পিঞ্জরে,
আমি বার্তাবাহী তার
বলে যায় সংগোপনে,
বসন্তের সন্ধ্যায়
কোনো এক পূর্ণিমার জ্যোৎস্নায়
নীরব আলিঙ্গনে
মিলতে চায় আমার আঙিনায়।