বিনা দোষে মন পোড়ালে হিংসায়
কিবা পেলে রসগোল্লা এত লাঞ্চনায় ।।
যৌবন, টাকা ক্ষণস্থায়ী কচু পাতার পানি
শিশির বিন্দু ঝরে উত্তাপে পেলে একটুখানি
বালির বাঁধ বাঁধিস কোন ভরসায় ।।
এই আছে থাকবে কিনা সদা সন্দিহান
কোথা আছ, কোথা থাক, নয় ফুলের বাগান
হঠাৎ ঝড়ে আতঙ্কিত এ ধরায় ।।
মন চোরা উড়া দিবে দিয়া ফাঁকি
জন্মাবধি প্রেম আলিঙ্গন হয় না দেখাদেখি
সদায় পাগল পাইয়া জীবন বালু চরায় ।।