জুটতো না তাঁর খানা
এই কারনেই এগোই নি তাঁর
বিশেষ পড়াশোনা।.
নিজের লেখা নিজের সুরে
গাইতেন ভালো গান
মনোমুগ্ধকর ধ্বনি ছিল
তাঁর বাঁশির টান।
হয়েছিলেন সেনা
কবিতাতেও বুঝিয়েদিলেন
ভারত নয় কেনা।.
ভরিয়ে দিলেন লেখা
“সাম্যবাদী”,”সর্বহারা”
আবার “প্রলয় শিখা”।.
ইংরেজদের ছবি
দেশের মানুষ আখ্যা দিলেন
‘বিদ্রোহী কবি’।
জন্মদিনে জানাই তোমায় সেলাম।..