কবিতার নাম দেখে অবাক হচ্ছ?
ভেবেছিলে কী ভুলে গেছি?
তোমার হাসি,কাজল কালো চোখ গেঁথে আছে হৃৎপিন্ডে।
মুছে ফেলা যায়?ভোলা যায়?এত সহজ?
মনের মাধুরী তুমি,
রঙ তুলির আচড়ে একেঁছি তোমায়।
আমার কবিতার ছন্দ তুমি।
তুমি আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র,
আর আমি?সহযোগী।
আমি গান লিখি।জানো লিরিক্স কী?
সেই তুমি।
বনলতা কিংবা মোনালিসা
তাদের কথা কী বলব?
আমার চোখে যে তুমিই সেরা।
মিথ্যার মিছিলে হারিয়ে গেছে অনেক সত্য।
জানতে চাও?
হয়ত অবহেলা কর,
তাই সত্য মিথ্যা বুঝনি।
তবু প্রশ্ন করি,অবহেলা কেন কর?
দেখতে খারাপ নাকি কালো বল?
কবিতায় আর কী লিখব?
যেখানে হৃদয়ে লিখেছি তোমায়।