ভালবেসে আমি যদি হতে চাই নদী
তুমি হও পারাবার বহো নিরবধি।
কিছুতেই তোমাকে ছুঁতে পারি নাকো;
পূর্ণ হে, অংশকে দূর থেকে ডাকো।
তোমার প্রীতির সুখে আমি ছোট ফুল;
খুঁজে ফিরি অনিঃশেষ পরশ অতুল।
তোমার পূর্ণতাকে ভালবেসে মরি;
বারবার আরবার ঐ মুখ স্মরি।
বিরাট প্রণয় তলে ঠাঁই যদি মেলে
ধুলিসম পড়ে রব সব কিছু ফেলে।
তবু আমি কিছুতেই পাই না যে প্রীতি;
নয়নে অশ্রু ঝরে দুঃসহ স্মৃতি।