
মিলনের পরেও দেহাতীত আফসোস
আর একটু বেশি হতে পারত কিংবা ফালতু রস
প্রোটিন প্রোফাইল তৈরি রাখতে হয়
নয়ত একটা দীর্ঘশ্বাস, মরণের হেতু হবে
অথচ এখনও কানের পাশে
যৌন উদ্দিপক পোশাক থেকে খসে পড়ে শরীর
অলিন্দ নিলয় ভেদ করে কামের ভেদভূমি
এখানে বাগান সাজাতে পারত লাল পলাশ কিংবা হলুদ সর্ষে
একটার পর একটা ঢেউ পেরিয়ে তীর খোঁজে সাঁতারু
তার আর বাকল নেই বৈরাগি বিরহের প্রান্তে
.
.