বিশ্বাস সহজ জিনিষ নয়
মানিব্যাগ খুলে ইচ্ছামত
পাগড়াও করা যায়।
আভিধানিক বিশ্বাসের কথা
বলছি না মানিক–
গুগলের জঙ্গলে চাপা বিশ্বাস
সেটাও আমার কাম্য নয়
যে বিশ্বাসের মুখে দাও আর দাও
সেটাও অবিশ্বাস।
তাহলে কোনটা বিশ্বাস?
যে দায় মাথায় নিয়ে সন্তান বাঁচাতে
ভিক্ষায় বের হন মা।
কোন প্রতিদান না চেয়ে।
বন্ধুকে বাঁচানোর জন্য অগ্নি কুণ্ডে লাফ দেয়
আর এক বন্ধু।
ঢোক গিলে সত্য জাহির এর আবিলতা মুক্ত
যা তাই বিশ্বাস।
বিশ্বাস এক নিশ্বাস।
যা না থাকলে চোখের পাতা হয় ভারী,
মানুষের সহানুভূতি চাওয়ার সংকল্পটাই
মাঝ মাঠে মারা যায়.।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika