ভালোবাসা যখন অনুভবে স্পর্শ পায় না মন
কিছু রাত অজান্তেই বিষাদগ্রস্ত হয়ে যায় অকারণ।
রাতের গভীরতায় ভাবনারা এলোমেলো ধায়
ঘুম ব্রাত্য হয়ে পরে থাকে জানালার কিনারায়।
মন মরে অবহেলায়, ভালোবাসা কেন মরে না
সময় সারণীতে স্বপ্ন হারায়, আর কেন ফেরে না।
ভালো লাগে নিজেকে জড়াতে রাতের আড়ালে
লজ্জা পায় না চোখ, দু’গাল জলে ভিজে গেলে।
কত আর তারাদের সাথে বসে শুধু তারা গোনা
খসে পরা নক্ষত্রদের নিরব মৃত্যু ক্রন্দন শোনা।
বুকের ভিতর যন্ত্রণাও নিভৃতে অন্ধকার খোঁজে
এক জন্মই কাটেনা, পুনর্জন্মের অপেক্ষা কি সাজে ?
নির্ঘুম রাত – বালিশ সান্ত্বনা দিয়ে যায় বারবার
সব হারানো মাঝে যেটুকু প্রাপ্তি, সেটাই অহংকার।
জানি, রাত এভাবেই হবে শেষ, ভোরের আলো ছুঁয়ে
নতুন প্রাতে উঠবে নবারুণ, রাত জাগার বিষন্নতা ধুয়ে।